শ্যামনগর মানিকখালী খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৮

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ
সিএনআরএস-সিডা-বিফোরআরএল প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলার মানিকখালী কালিকাখালী খাল পুন:খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সু্ইডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কতৃর্ক বাস্তবায়নাধীন, বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলায় মানিকখালী কালিকাখালী খাল পুন:খনন এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার মুল উদ্দেশ্য হলো উপকূলীয় অঞ্চলে খাল পুন:খনন এর মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ, এলাকার জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, এক ফসলি জমি থেকে দুই বা ততোধিক ফসলে রুপান্তর, ফসলের উতপাদন বৃদ্ধি, দেশীয় মাছের উতপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা সমস্যা নিরসন পাশাপাশি এলাকার মানুষের বিশেষ করে কৃষক ও মৎসজীবিদের জীবিকায়নে ইতিবাচক পরিবর্তন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আতাউল হক দোলন, মাননীয় জাতীয় সংসদ সদস্য ১০৮, সাতক্ষীরা—৪  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রভাষক সাইদ—উজ—জামান, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), উপজেলা পরিষদ, শ্যামনগর, সাতক্ষীরা, মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি), জনাব খালেদা আইয়ুব ডলি, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শ্যামনগর, সাতক্ষীরা, এবং সভাপতিত্ব করেন ৬ নং রমজাননগর ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ্ব শেখ আল মামুন। উপকূলীয় লবণাক্ত এলাকায় এধরনের কার্যক্রম বাস্তবায়নের জন্য সিএনআরএস ও সু্ইডিশ দূতাবাস এর প্রশংসা করেন ও লিজ দেওয়া খালগুলো খুব দ্রুত অবমুক্ত করা হবে বলে আশ্বাস প্রদান করেন এমপি মহোদয় এবং খাল পুন:খনন কার্যক্রম সম্প্রসারন করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি এধরনের কার্যক্রমে তাদের সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। সিএনআরএস এর বিভিন্ন প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার খাল খননে উপযোগী অন্যান্য ইউনিয়নগুলোতেও  খাল পুন:খনন কার্যক্রম সম্প্রসারন হবে বলে জানান বিফোরআরএল প্রকল্পের ফিল্ড ম্যানেজার জনাব স্বরন কুমার চৌহান।

এই বিভাগের আরও সংবাদ