শ্যামনগর উপজেলার বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত ।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৪৯

কালিগঞ্জ প্রতিনিধি : সারা দেশের ন্যায় শ্যামনগর উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) শ্যামনগর নকিপুর হরিচরণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাষা ও সাহিত্য, গণিত ও কম্পিউটার, দৈনন্দিন বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ এই চার বিষয়ে এবং তিনটি বিভাগে (৬ষ্ঠ থেকে ৮ম,নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ) শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ তেজারতের সার্বিক ব্যবস্থাপনায় এবং নকিপুর হরিচরণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সার্বিক সহযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাইফুল্লাহ ও কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।

এই বিভাগের আরও সংবাদ