শান্তাহার হাটে যানজটমুক্ত পরিবেশে জমজমাট কোরবানির পশু কেনা বেচা হচ্ছে।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৮৮

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ জেলা প্রতিনিধি।

বগুড়ার আদমদিঘী উপজেলার এবং নওগাঁ জেলা কিছু অংশ মিলে শান্তাহার পশু হাটে অন্য বারের চেয়ে এবার যানজটমুক্ত পরিবেশে কোরবানির পশু কেনা বেচা হচ্ছে। নওগাঁ থানা ও শান্তাহার হাইওয়ে থানা পুলিশের বিশেষ ভূমিকায় নওগাঁ – বগুড়া মহাসড়কের কোল ঘেঁষে এই পশু হাটে একদম যানজটমুক্ত পরিবেশে পশু কোরবানির হাটে ব্যাপক কেনা বেচা হচ্চে। জানা যায়, নওগাঁ জেলার একদমই পাশে শান্তাহার সবচেয়ে বড় এই হাটটি প্রতি শনিবার ও মঙ্গলবার বসে। ঈদের আর মাত্র দু দিন বাঁকি আজ শান্তাহারের ঈদের শেষ হাট।তারই ধারাবাহিকতায় জমজমাট হাট বসেছে। এই হাটে দূরদূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতা আসেছে। হাটের নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সুবিধার জন্য সবচেয়ে এই হাটে ভিড় জমায় ক্রেতাও বিক্রেতারা। অন্যান্য হাটের চেয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো। সরেজমিনে আজ মঙ্গরবার হাটে গিয়ে দেখা গেছে, বিশ্ব রোডের কোল ঘেঁষে হাট বসলেও দূর পাল্লার কোন পরিবহনকে এক মিনিটের জন্য ও থেমে থাকতে হয়নি। এর আগে প্রতি বছরে এই হাটে তীব্র যানজট লেগেই থাকত। কিন্তু এবার প্রশাসনের বিশেষ ভূমিকায় কাউকে যানজটের কবলে পড়ে থাকতে হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি বছর কোরবানির হাটে ব্যাপক যানজট লেগেই থাকত ফলে আমাদের ব্যবসার ক্ষতি হতো। কিন্তু এবার প্রশাসন ও হাটের ইজারদার দের বিশেষ ভুমিকা রাখায় ক্রেতা ও বিক্রেতারা প্রশাসন ও হাটের ইজারদার কে ধন্যবাদ জানাই এরকম বিশেষ ভূমিকা রাখার জন্য। আজ মঙ্গলবারের হাটে ব্যাপক পরিমাণে পশু আমদানি হয়। বেচা কেনা ও বেশ ভালোই হচ্ছে। ছাগলের বাজার টা একটু খারাপ হলেও গরুর বাজার চড়া দাম এ ব্যপারে একজন ক্রেতা তুষার বলে গড়ু পছন্দ হয কিন্তু বাজেটের বাহিরে হওয়ার জন্য কোরবানির গরু কিনতে হিমসিম হতে হচ্ছে। এদিকে এক জন গরু ব্যাবসায়ী রনি বলেন এই বার কোরবানি ঈদে গরু বিক্রি করে বেশ লাভবান হয়েছে। প্রসাশনের এক কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান এই হাটে প্রচুর যানজট লেগেই থাকত তাই আমারা প্রশাসনের সদস্যরা বিশেষ ভূমিকা পালন করায় এবার যানজটমুক্ত পরিবেশে জমজমাট কোরবানির পশুর হাট হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ