মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শ্যামনগরে ১১১জন গ্রাম পুলিশ বাইসাইকেল উপহার পেলেন।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৫০

মোঃ ফরিদ উদ্দিন
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে তাদের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।

- Advertisement -

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস. এম. জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর,মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম মৃধা, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম,শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ারা বেগম, নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান, অনলাইন নিউজ ক্লাবের মারুফ হোসেন মিলন প্রমূখ।

অনুষ্ঠানে শ্যামনগর উপজেলার ১২ ইউনিয়নের ১১১ জন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করা হয়।

বাইসাইকেল পেয়ে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ শফিকুল ইসলাম বলেন, “এই সাইকেল পেয়ে আমরা অনেক খুশি। আগে আমাদের পুরো ইউনিয়ন পায়ে হেঁটে কাজ করতে হতো। এখন এক ঘণ্টার কাজ ১০ মিনিটেই করতে পারবো।”শ্যামনগর সদর ইউনিয়নের গ্রাম পুলিশ শেফালী পারভিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের চৌকিদারদের বেতন ভাতা বৃদ্ধি করেছেন।আমাদের কষ্টের কথা ভেবে সাইকেল উপহার দিয়েছেন । আমরা অনেক আনন্দিত।বর্তমানে যে ভাতা পাই সেটি দিয়ে আমাদের সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বেতন ভালো তা বৃদ্ধির দাবি জানাচ্ছি।”অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম জগলুল হায়দার এমপির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য গ্রাম পুলিশ ভাইয়েরা আকুল আবেদন জানান।

এই বিভাগের আরও সংবাদ