নেইমারের হাতে এবারের বিশ্বকাপ দেখতে চান নারী ফুটবলার মাছুরা পারভীন।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৫৭৮

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:
বিশ্বসেরা ফুটবলার পেলে ছিলেন একটি প্রজন্মের আইকন। মাঝে আরও কিছু কিংবদন্তি খেলোয়াড় এসে ব্রাজিলের ফুটবলকে সমৃদ্ধ করে গেছেন। বর্তমান প্রজন্মের ব্রাজিল সমর্থকদের নয়নমনি ‘নেইমার দ্যা সিলভা সান্তোষ জুনিয়র’।

বিশ্ব ফুটবলের সূতিকাগার ব্রাজিলের ছন্দময় ফুটবলের ভক্ত নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীন।
পরিবার সূত্রে জানা গেছে, বুদ্ধি হওয়ার পর থেকে কাব্যিক ফুটবল প্রদর্শন করা ব্রাজিলের খেলা পছন্দ করেন মাছুরা পারভীন। পেলের পর ফুটবল ইতিহাসে আলোড়ন তোলা ব্রাজিলের রোনালদো, রিভালডো, কার্লোস, সেই থেকে আজও ব্রাজিলীয় নৈপুণ্যে মুগ্ধ মাছুরা। পূর্বসুরীদের বিজয়ের ঝান্ডা উঁচু করে হলুদ ফুটবলকে বিশ্ব দরবারে এগিয়ে নিচ্ছেন বর্তমান তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। নেইমারের পায়ের যাদুতে এবার হেক্সা সম্পন্ন হবে এমন আশা করেন তিনি।

- Advertisement -

ব্রাজিলের জার্সি পরে মাছুরাকে তার অফিশিয়াল Masura Parvin নামের ফেসবুক পেজে ছবি আপলোড দিতে দেখা গেছে তাকে।

অন্যান্য বিশ্বকাপকে ছাপিয়ে যাওয়া কাতার বিশ্বকাপ সবদিক থেকেই অনন্য। ব্রাজিলের হেক্সা বিজয় হোক বা না হোক, তাতে আনন্দের কমতি নেই ব্রাজিল সমর্থকদের। ফেসবুকে ছবি দেখে অনেক ভক্ত আসছেন মাছুরার সঙ্গে সেলফি-ছবি তুলতে।

নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীন সাংবাদিকদের বলেন, এখনতো ব্রাজিল মানেই নেইমার, নেইমার মানেই ব্রাজিল। এজন্য নেইমারের প্রতি আমার এতো ভরষা,ভালোবাসা।
মাছুরা বলেন, ঘুম থেকে উঠেই যখন নেইমারকে দেখি, তখন ভালোই লাগে, যত দেখি, ততই ভালো লাগে।

মাছুরা আরো বলেন, ব্রাজিল ৫ বার বিশ্বকাপ জিতেছে। তাই আমিসহ অসংখ্য ভক্তকূলের আশা ব্রাজিলেই যাবে এবার বিশ্বকাপ।

এই বিভাগের আরও সংবাদ