নওগাঁ সেন্ট্রাল গার্লস স্কুলে পাঠ্য পুস্তক উৎসব পালিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৬২

মির্জা তুষার আহমেদ(নওগাঁ জেলা ক্রাইম রিপোর্টার)
নওগাঁ জেলার সুনাম ধন্য সেন্টাল গ্লার্স স্কুলে উৎসব মূখর অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় প্রধান অতিথি বীরমুক্তি যোদ্ধা মাহবুবুল হক কোমল সভাপতি সেন্টাল গালর্স স্কুল, সভাপতিত্বে উক্ত স্কুলের প্রধান শিক্ষক মাহাতাব হোসেন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,ওয়াসিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এ-সময় আরও উপস্থিত ছিলেন অত্র স্কুলের সহকারী শিক্ষক, জাভেদ আলী, নাসরিন, শোম্পা ঘোষ,ও আফরোজা আরও উপস্থিত ছিলেন সকল ছাত্রীদের গার্জেন গন।প্রধান মন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার বৎসরের ১ম দিন ছাত্র / ছাত্রীদের হাতে বহি তুলে দেওয়া তা তিনি পালন করাই ছাত্রী ও তাদের পরিবার বর্গ অত্যন্ত খুব খুশি।

৭ম শ্রেনীর ছাত্রী নিপা,সুরাইয়া, ৮ ম শ্রেনীর ছাত্রী, সাদিয়া ও ৬ষ্ট শ্রেনীর ছাত্রী অদ্বীয়া সরকার বলেন, আমরা ক্লাস শুরুর আগে নতুন বহি হাতে পেয়ে আমরা খুব খুশি। তারা জানান সরকার প্রধান শেখ হাসিনা বার বার তার কথা রেখেছেন। এতে শিক্ষক, ছাত্র / ছাত্রী ও তাদের পরিবার সবাই খুব খুশি,তবে ৯ম শ্রেনীর ছাত্র / ছাত্রী গন দূঃখ করেন, আমাদের কোন বহি পাই নাই। এবিষয় জেলা শিক্ষা ডিডি লুৎফর রহমানের কাছে ফোনে জানতে চাইলে তিনি জানান এ বৎসর নতুন কারিকুলাম চালু হওয়ায় কয়েক দিন দেরি হবে তবে অতিদ্রুত আমারা সকল বহি সরবরাহ করতে পারবো বলে বিশ্বাস করি।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ