নওগাঁ গোস্তো হাটির মোড়ে মানব বোন্ধন করেছে গোস্তো ব্যাবসীকরা
মোঃ সাইদুল ইসলাম হেলাল জেলা প্রতিনিধি নওগাঁ : ২ রা এপ্রিল বৈকাল ০৫,০০ ঘটিকায় নওগাঁ গরুর গোস্ত ও ছাগলের গোস্তো ব্যাবসায়ী মালিক সমিতির সদস্য ও শ্রমিক গন যৌথ ভাবে মানব বন্ধন করেন।
এই মানব বন্ধনে সভাপতিত্ব করেন অত্র সংগঠনে সভাপতি মোঃখোরশেদ আলম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাঃসম্পাদক মোঃমুরাদ খান।
নওগাঁ ঐতিয্যবাহী মাংস বাজার গোস্তো হাটির মোড় নামে পরিচিত হয়েছে, শহরের এই ব্যাস্ত তোম রাস্তার নামে।বেশ কিছু গরু ও গাসির গোস্তের দোকান রয়েছে এখানে। মালিক পক্ষের সাথে দোকানীদের একটা বিরোধ লেগেইন আছে, তারই ধারাবাহিকতায় একজন দোকান মালিক এক দোকানীকে দোকান ভাড়া দেয়, অপর আরেকজন দোকানী এই সংগঠনের কোন সদস্য না হয়ে জোর পূর্বক সেই দোকান ভাড়ার নামে দখল করে, দোকান করার চেষ্টা করে বলে জানা যায়।এই নিয়ে গরুর গোস্তো ব্যাবসায়ী ও খাসির গোস্তো ব্যাবসায়ী যৌথ ভাবে একটা মানব বন্ধন করে।এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃআঃমাজেদ,উপদেষ্টা ও সাবেক সভাপতি মোঃআলম সরদার,উপদেষ্টা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃআশরাফ মন্ডল,কার্যকরী সদস্য মোঃমিজানুর রহমান মিজান।আরও উপস্থিত ছিলেন ছাগল গোস্তো সমিতির সভাপতি (সাবেক)হানিফ মন্ডল,সাঃসম্পাদক মোঃমান্নু। এসময় নওগাঁ ১১ বাজার সমিতির বিভিন্ন পদমর্যাদার নেতৃবৃন্দ সহ বিভিন্ন দোকানের কর্মচারী গন উপস্থিত ছিলেন। বিভিন্ন বক্তরা বক্তব্যে বলেন সরকারের বেঁধে দেওয়া ৬৬৫ টাকা কেজি দরে গরুর গোস্তো বিক্রি করে আমরা লাভের মুখ দেখছি না, তার পরও সরকারের নির্দেশ এবং রমজান মাসে জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে গোস্তোর ব্যাবসা অব্যাহত রেখেছি। এর উপর এমন সময় আমাদের দোকান হাত ছাড়া হয়েগেলে লোকশানের বোঝা মাথায় নিয়ে রাস্তায় নামা ছাড়া আমাদের কোন পথ খোলা থাকবে না। দোকানীদের ভায্যমতে নওগাঁ সদর ওসি ও পৌর মেয়র কে লিখিত ভাবে বিষয়গুলো অবহিতি করেছি। মুঠোফোনে সদর থানার ওসি মোঃজাহিদুল সাহেবের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদক কে বলেন আমাকে এবিষয়ে কিছু অবহিত করা হয় নাই। নওগাঁ পৌর মেয়র মোঃনাজমুল হক সনি সাহেব কে কয়েকবার মুঠো ফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায় নাই। এই রিপোর্ট লিখা পর্যন্ত রাত্রি ১০ টার পরে জানা যায় উভয় পক্ষে মারামারি হলে একজন গুরুতর জখম হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।