নওগাঁয় ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা
মোঃ সাইদুল ইসলাম হেলাল নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম এর আয়োজনে আজ ০৮/০৪/২০২৪ সোমবার নওগাঁ জেলা পুলিশ কনফারেন্স কার্য্যালয় হল রুমে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশ সুপার রাশিদুল হক পিপিএম। মতবিনিময় সভায় পুলিশ সুপার রাশেদুল হক পিপি এম বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাংক,বীমা,আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দু ও কর্মকর্তাদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্টিত হয়। এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনা সহ ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, জেলা আওয়ামীলীগের নেতাবৃন্দু ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দু সহ প্রমুখ।