দুই মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে কাঁকড়া ধরার পাশ পেলো সুন্দরবনের জেলেরা।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩০

এস এম জান্নাতুল নাঈম (উপকূল প্রতিনিধি) শ্যামনগর: সুন্দরবন অঞ্চলের মানুষের ডাঙায় বাঘ জ্বলে কুমির উপেক্ষা করে জীবিকা নির্বাহ করতে হয় প্রতিনিয়ত।

সুন্দরবনের পাড়ের অধিকাংশ জেলেরা মাছ কাঁকড়া ধরে পরিবারের উপর্জন মেটায়। দীর্ঘ দুই মাস সুন্দরবনের কাঁকড়া ধরা পাশ বন্ধ থাকায় জেলেরা কাঁকড়া ধরার অনুমতি পাননি। দীর্ঘ ২ মাস নিষেধাজ্ঞা কাটিয়ে পহেলা মার্চ সুন্দরবনে কাঁকড়া ধরার পাশ অনুমতি দিল বন বিভাগ।
বনবিভাগ কর্মকর্তা বলেন জানুয়ারি -ফেব্রুয়ারি কাঁকড়া প্রজননের সময় হওয়ার কারনে সরকারিভাবে সুন্দরবন সহ নদ নদীতে কাঁকড়া শিকার বন্ধ ছিল।

- Advertisement -

বনবিভাগের অনুমতি নিয়ে সাতক্ষীরা শ্যামনগরে সুন্দরবন নির্ভরশীল গাবুরা,পদ্মপুকুর, রমজাননগর, আটুলিয়া, বুড়িগোয়ালিনী, কৈখালী বিভিন্ন অঞ্চলের কাঁকড়া আহরণকারী জেলেদের প্রবেশ শুরু হয়েছে।

গাবুরা ইউনিয়নের আবু বক্কর বলেন দীর্ঘসময় বনের কাঁকড়া ধরার পাশ বন্ধ থাকায় আমাদের পরিবার কষ্টে দিন কেটেছে। দ্রব্যমূল্য উদ্ধগতিতে বজার চড়া হওয়ার কারনে আমাদের পরিবার চালাতে বনের জীবাকা নির্বাহ খুবই প্রয়োজন ছিলো। এখন থেকে সমস্যা হবে না।

এই বিভাগের আরও সংবাদ