জামালপুরে উৎসাহ উদ্দীপনায় এস এস সি ৮৮ ব্যাচের রিউনিয়ন ২০২৩ সম্পূর্ণ।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৭৫

জামালপুরে উৎসাহ উদ্দীপনায় এস এস সি ৮৮ ব্যাচের রিউনিয়ন ২০২৩ সম্পূর্ণ।
জেলা প্রতিনিধ: শামা।

জেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লুইস ভিলা পার্কে এসএসসি ৮৮ ব্যাচের বহু প্রতীক্ষিত ‌২০২৩ রিউনিয়ন সম্পন্ন হয়েছে। ৮৮ ব্যাচের বন্ধু/বান্ধবীরা আয়োজক কমিটির আহ্বায়ক বন্ধু ৮৮ হুমায়ুন কবির সহ কার্যনির্বাহী কমিটির যে সকল বন্ধু দিনরাত পরিশ্রম করে এই সুন্দর একটি অনুষ্ঠান সফলভাবে করতে সমর্থ্য হয়েছে তাদেরকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করেন । সেই সাথে ৮৮ ব্যাচের বন্ধু গণ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, যে সকল বন্ধুরা এই অনুষ্ঠান সফল করার জন্য পর্দার আড়াল থেকে আর্থিকভাবে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে সফল করার চেষ্টা করেছেন,, সবাই একসঙ্গে নাস্তা সম্পন্ন করে ৮৮ বন্ধুগন মোটর শোভাযাত্রার মাধ্যমে রেলি করে জামালপুর জেলা শহর ঘুরে সরকারি আশেক মাহমুদ কলেজে অবস্থান, পূর্ণরায় রেলি শোভাযাত্রা করে লুইস ভিলায় ফেরত আসে। আহ্বায়ক বন্ধু হুমায়ুনের স্বাগত বক্তব্যর পর জেলার সকল উপজেলা হতে নির্বাচিত গুণী শিক্ষক গুরুদের সম্মাননা ক্রেস্ট ও জায়নামাজ সহ অন্যান্য সামগ্রী প্রদান
করা হয়,। সানন্দবাড়ির উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান অথেন্টিক স্কুল বাড়ির পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কাদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন ৮৮ ব্যাচের বন্ধু মোঃ আবু শামা। নামাজের বিরতির পর জামালপুরের ঐতিহ্যবাহী মিলনীসহ অন্যান্য খাবারের মাধ্যমে বন্ধুরা দুপুরের খাবার গ্রহণ করে । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৮৮ ব্যাচের বন্ধু আনন্দ ও মুক্তি,’ পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান রেফেল ড্র সম্পন্ন করে অনুষ্ঠানের কর্মসূচি সমাপ্ত করা হয়।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ