জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ঢাকাইয়া আডডা ৮৮ ২য় বর্ষপূর্ত।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৭৩

ডেক্স রিপোর্ট; ঢাকা
আছি আমরা মিলে মিশে সারা বিশ্বে,ভালোবাসার সঙ্গে সৌহার্দের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে ঢাকাইয়া আডডা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২০জুন২৩ ইং ঢাকা ধানমন্ডিতে অনুষ্ঠিত হলো ড্রিম ওয়ার্ল্ড কনভেনশন হলে এসএসসি ৮৮ সারা বাংলার বন্ধুদের নিয়ে এবার গ্রীন আঠাশির আয়োজনে অনুষ্ঠিত হলো একটি অনুষ্ঠান।
১০৩০ প্রথম অধিবেশন শুরু হয়ে নামাজের বিরতি বাদে ১৬৩০ রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়,,
কোরআন তেলোয়াত ও আহ্বায়ক ৮৮ বন্ধু ওয়াসিফা খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম,আগত বন্ধুদের অংশগ্রহণে গান-নাচ কৌতুক, আবৃতি, ডিজে পার্টিসহ মনমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে সকল বন্ধুরা আনন্দে মেতে ওঠে।
অনুষ্ঠানের আহ্বায়ক বন্ধু ওয়াসিফা‌ খান বলে পৃথিবীটা অনেক বড় আকাশ কিন্তু একটিই,,তাই আমরা ৮৮ বন্ধুরা সবাই একই ছাদের নিচে অবস্থান করবো ইনশাআল্লাহ,, এ সময় ৮৮ বন্ধু প্রণয় বলেন বন্ধুত্বের নেই কোন জাত,বর্ণ গোত্র, আমরা সবাই বন্ধু ৮৮,বক্তব্য রাখেন আল হাসান, জুবায়ের,শামীমা নুর মুক্তা, এমদাদুল হক, রিখেন ঘোষ, নাসরিন, হুমায়ুন, অ্যাডভোকেট নাসির উদ্দিন, কামরুজ্জামান,আকরাম হোসেন, জামালপুরের প্রদীপ,শহিদুল,আবু শামা কিশোরগঞ্জের বন্ধু হিমেল, বরগুনার বন্ধু অ্যাডভোকেট জাহাঙ্গীর, চেয়ারম্যান চট্টগ্রাম কুমিল্লা নাটোর খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ মাধ্যমে ঢাকাইয়া আড্ডা অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত ভাবে সম্পূর্ণ হয় হয়। আয়োজক কমিটির পক্ষ হতে সকল বন্ধুদের ধন্যবাদ প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ