চরভদ্রাসনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় এর সহযোগীতায় চরভদ্রাসন উপজেলার পাইলট হাই স্কুল মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মো:কাউসার। প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে ভাপতিত্ব
করেন
চরভদ্রাসন উপজেলা নির্বাহি কর্মকর্তা তানজিলা কবির ত্রপা
।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃনুরুল্লাহ মো: আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,
চরভদ্রাসন অফিসার ইনচার্জ মো:জিয়ারুল ইসলাম, ডা: দিবস রঞ্জন বাকচী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,
৩ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মো:আজাদ খান, ৪নং ইউনিয়ন চেয়ারম্যান মো:ইয়াকুব আলী, উপজেলা মৎস্য অফিসার মো:এস এম মাহমুদুল হাসান ও সমবায় অফিসার মো:মিজানুর রহমান প্রমুখ /
মেলায় আলোচনা সভাটি সঞ্চালনা করেন ডাক্তার মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মো:আজাদ খান,ইউপি চেয়ারম্যান মো:ইয়াকুব আলী ও খামার মালিক সুদিপ্ত ভট্টাচার্য প্রমুখ।
জানাযায় মেলায় ৪০ টি স্টল বসানো হয়। এসব স্টলের এর মধ্যে গাভী, ষাঁড়, ছাগল, ঘোড়া, হাঁস, মুরগি কবুতর ও বিভিন্ন প্রকার ভেটেনারী ঔষধ প্রদর্শন করা হয়।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।