কুমিল্লায় বিনা খরচে পুলিশে চাকরি পেয়েছেন ১৩৪ জন
হাবিবুর রহমান মুন্না,কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লায় কোন তদবির-সুপারিশ ছাড়াই শতভাগ স্বচ্ছতায় নিয়োগ পেয়েছেন ১৩৪ জন কনস্টেবল। এর মধ্যে ২০ জন নারী সদস্য। শুধু মাত্র অনলাইনে আবেদনের মাধ্যমে লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ন হয়ে এই পুলিশ সদস্যরা নিয়োগ পেতে যাচ্ছেন।
বৃহষ্পতিবার কুমিল্লা পুলিশ লাইন্স মিলনায়তনে উত্তীর্ণ পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন পুলিশ সুপার আবদুল মান্নান। নতুন নিয়োগ পাওয়া পুলিশ সদস্য ও তাদের পরিবারের স্বজনরা জানান, সুপারিশ ছাড়া শতভাগ স্বচ্ছতায় কুমিল্লা জেলা থেকে পুলিশের কনস্টেবল নিয়োগ সম্পন্ন হয়েছে। অতিদরিদ্র পরিবারের সদস্যরাও বিনাখরচে সরকারি চাকরি পাচ্ছে – এজন্য পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাই।
জেলা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুমিল্লা থেকে ১৩৪ জন বাংলাদেশ পুলিশে নিয়োগ পেয়েছেন। নিরপেক্ষ ও স্মার্ট নিয়োগের মাধ্যমে স্মার্ট পুলিশ বাহিনী বিনির্মানে তারাই সর্বোচ্চ ভূমিকা পালন করবে।