কালীগঞ্জে চেয়ারম্যানের সহযোগিতায় ৩৭ মন অপরিপক্ক পাকা আম সহ গাড়ি জব্দ করেছেন প্রশাসন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৯৫

জিএম মামুন নিজস্ব প্রতিনিধি:
কালীগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো ৩৭ মণ অপরিপক্ক গোবিন্দভোগ জাতের আম সহ বহনকারী গাড়ি জব্দ করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রট (এসিল্যান্ড) মোঃ আজাহার আলী।

রোববার (০৯ এপ্রিল ) রাত ১০ টায় উপজেলার নলতা ইউনিয়ন এলাকায় সচেতন মানুষের তথ্যানুযায়ী অত্র এলাকার চেয়ারম্যান সন্দেহ জনকভাবে আমের পিকআপ থামিয়ে নিশ্চিত হন রাসয়নিক দেওয়া আম ঢাকায় পাঠানো হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালিগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়।

- Advertisement -

এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে পিকআপ সহ আম জব্দ করা হয়। এবং পিকআপ ভর্তি আমের মালিকদের মামলা ও অর্থ দন্ড করা হবে বলে জানান। রাতে ইউনিয়ন পরিষদ চত্বরে পিকআপ সহ আম রাখার নির্দেশ দেন। পরদিন দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতে আম গুলো ধ্বংস করা হবে বলে জানান।

০৬নং নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড় বলেন, এলাকার সচেতন মানুষরা আমাকে জানান অপরিপক্ব আম রাসয়নিক দিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে। তখনই আমি রাস্তায় নেমে পড়ি। অবশেষে এই রাতে নিশ্চিত হয়েছি পিকআপ ভর্তি আম ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

পিকআপ চালক সূত্রে জানা গিয়েছে, আমের মালিক যথাক্রমে তিনজন আম ব্যবসায়ী হারুন, বিধান ও মনিরুল। তারা সকলে কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী সাংদিকদের বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিকে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন ও ঢাকায় পাঠাচ্ছেন। এই আম গুলো বাজারজাত করতে এখনো যথেষ্ট সময় বাকি আছে। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। রাসায়নি দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি আরো বলেন এই অভিযান সর্বক্ষণ চালু থাকবে।

এই বিভাগের আরও সংবাদ