আটুলিয়ায় খাস খাল খনন করার দাবীতে কৃষকরা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৭

 

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

- Advertisement -

শ্যামনগর উপজেলাধীন আটুলিয়া ইউনিয়নের সোয়ালিয়া খাস খাল টি দুই যুগেও খনন করা হয়নি মাটি পড়ে খালটি মরা খালে পরিণত হয়েছে। এই সুযোগে কিছুই অসাধু ব্যক্তি তাদের স্বার্থ হাসিলের জন্য এই খালের উপর বসত বাড়ি করে রাজত্ব কায়েম করে চলছে কিন্তু এই খালটি পুনঃ খনন করলে কৃষকরা দুটি ফসল উৎপাদন করা সম্ভব হবে মনে করে ২৫০০হাজার বিঘা ধানু জমির পানি সরবরাহ এবং শত শত পরিবারের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের অভিযোগ দেওয়া হয়েছিলো।

অভিযোগের ভিত্তিতে আটুলিয়া ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবু সালেহ বাবু এবং ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রব খসরু প্রচেষ্টায় খাল খনন করা উদ্দেশ্যে বিভিন্ন মহলের থেকে তদন্ত এসে ব্যর্থ হচ্ছে। শুধু মাত্র এই খাল দখল করা উপকারভোগীরা বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে কাজ বন্ধ করে দেয়।

এই বিষয়ে উপজেলা সহ বিভিন্ন দপ্তরে এপ্লিকেশন দেওয়া আছে কিন্তু দুর্ভাগ্য বসতেই কোন প্রকার আশ্বাস না পেয়ে শ্যামনগর কালিগঞ্জ আংশিক গণমানুষের নেতা জাতীয় সংসদ সদস্য জনাব এস এম আতাউর হক দোলন এমপি সাহেবের কাছে আটুলিয়া ইউনিয়নের কষকের একটাই দাবি এই খালটি অতি দ্রুত খনন করে উন্মুক্ত করে দেওয়া জন্য

এই বিভাগের আরও সংবাদ