নওগাঁর মান্দায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩০০ গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা

মির্জা তুষার আহমেদ,নওগাঁ: নওগাঁ মান্দা উপজেলায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। গত রবিবার (২৭ অক্টোবর) পার-কালিকাপুর গ্রামে ঘটনা টি ঘটে। স্থানীয় এলাকাবাসী ও মসজিদ মমিটির সাধারণ সম্পাদক মোঃ সুবুজ হুসেন জানান, রাতের অন্ধকারে পার-কালিকারপুর জামে মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য লাগানো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। মসজিদ উন্নয়নের জন্য এলাবাসীর উদ্যোগে গত ৩মাস আগে সাড়ে ৩ শো পিস ইউক্যালিপ্টাস গাছ রোপণ করা হয়। স্থানীয় বাসিন্দা মন্টু, আব্দুল মতিন, হাবিবুর রহমান, নাজমুল সোহেল, জানায় ২৫ শতক জমিতে মসজিদ উন্নয়ন প্রকল্পের স্বার্থে বাগান করার জন্য সাড়ে ৩শো পিচ ইউক্যালিপ্টাস গাছ রোপণ করে জমির চারে দিকে নেটের বেড়া দিয়ে ঘিরে রাখে। সোমবার সকালে জানতে পারেন কে বা কাহারা রাতে সবগুলো গাছ উপড়ে, ভেঙ্গে ফেলেছে। এতে প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। এঘটনায় মসজিদ মমিটি বাদী হয়ে অজ্ঞাতদের নামে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বেপারে মান্দা থানার (ওসি) মোঃ মনসুর রহমান বলেন, আমার কাছে এখন পর্যন্ত অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।