চরভদ্রাসনে ভায়রার হাতে ভায়রা খুন

ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরে চরভদ্রাসনের হরিরামপুর আমিন খার ডাঙ্গি হাকিনিস্থ ব্যাপারী ঘাট নামক স্থানে শেখ আনিসের ছেলে আক্তার শেখের(৫০)তার সঙ্ঘবদ্ধ দলমিলে আমিন খার ডাংগি গ্রামে মুকদুম শিকদারের মেজ ছেলে রাকিব শিকদার (২৫)কে মাছ মারা টেডা দিয়ে আঘাত করেওকাঠের বাটার দিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় প্রথম চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশঙ্কা জনক আবস্থায় হলে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানাগেছে,ফরিদপুর জেলার চরভদ্রাসন থানাধীন চর হরিরামপুর ইউনিয়নের আমিন খার ডাঙ্গী গ্রামে ৪ বছর পূর্বে মুকদুম সিকদার এর মেজ ছেলে রাকিব সিকদার (২২) পার্শ্ববর্তী চর হরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা গ্রামের দুলাল খাঁর মেয়ে আন্না বেগম (২৬) এর সাথে বিবাহ হয়। বিবাহের পর হইতে মুকদুম সিকদার ছেলে রাকিব শিকদার ও পুত্র বধুরও শেখ আনিসের ছেলে সেকআক্তার ভায়রার সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।
উক্ত বিরোধ সংক্রান্তে অনুমান ৬ মাস পূর্বে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় উভয় পরিবার । এরপর থেকে আক্তার শেখের সাথে মুকদুম শিকদার মেঝ ছেলের বিরোধ বাড়তে থাকে। মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া ঝাটি কথা কাটাকাটি হয়। ২৩সে সেপ্টেম্বর বেলা অনুমান ১১.২০ ঘটিকার সময় ফরিদপুর জেলার চরভদ্রাসন থানাধীন চর হরিরামপুর ইউনিয়নের আমিন খার ডাঙ্গী সাকিনস্থ বেপারী ঘাটে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে বেআইনী আবদ্ধ হয়ে নেপাল বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাসওসিদ্দিক বিশ্বাস আক্তার শেখের ছেলে নাজমুল শেখ আক্তার শেখ আনিস ছেলে আক্তার শেখ, মোবারক মোল্লার ছেলে সাগর মোল্লা ওআনোয়ার মোল্লা,শেখ তারার ছেলে শেখ জাকির, ধানেজ শেকের ছেলে শেখ সালাম,সর্বসাংআমিন খান ডাঙ্গী দুলাল খারছেলে সবুজ খা সাং হাজার বিঘা বিভিন্ন দেশে অস্ত্রের সস্ত্র হাতে ধারালো রামদা, মাছ মারার টেডা, বাঁশের লাঠি, কাঠের বাটাম নিয়ে মুকদুম শিকদারের মেঝ ছেলে রাকিব সিকদারকে ছেলের চলার পথ গতিরোধ করে এবং গালিগালাজ করে নেপাল বিশ্বাসের ছেলেজিয়া ও সিদ্দিক বিশ্বাস হাতে মাছ ধরার টেডা দিয়ে রাকিব শিকদার এর পেটের উপর লেগে টেডা পেটের ভিতরে ঢুকিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুকদুম শিকদারের বড় ছেলে রিয়াজুল শিকদার ও মেঝ ছেলে রাকিব শিকদারদ্বয়কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। মুকদম শিকদার বড় ছেলে রিয়াজুল শিকদার চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
আজ২৭সে সেপ্টেম্বর অনুমান সকাল ০৭.৩০ ঘটিকায় মুকদুম শিকদারের মেঝ ছেলে রাকিব শিকদার চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
সংবাদ পেয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ আমিন খান গ্রামের মুকদুম শিকদার মেজ ছেলে মৃত রাকিব শিকদার এর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। মুকদুম সিকদারের মেজ ছেলে রাকিব শিকদার এর লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচাজ’আব্দুল গফফার জানান, মৃত্যু রাকিব শিকদারের পিতা মুকদুম শিকদার চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে চরভদ্রাসন থানা পুলিশ একটি হত্যা মামলা রুজু করেছে। অপরাধীদের গ্রেফতারের পুলিশতৎপর রয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে।