হাতীবান্ধায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মোঃ শাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ”দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এ র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মনির হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা পারভীন, এনজিও প্রতিনিধি রবিউল ইসলাম সহ নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ।

উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন
বলেন, দুর্যোগ হাওয়ার আগে আমাদের সকলকে প্রস্তুতি ও সচেতন থাকতে হবে যেন কোন প্ররকার ক্ষয়ক্ষতি না হয়।