নিরাপদ চিকিৎসা চাই(নিচিচা) এর চেয়ারম্যান যুবরাজ খান জানান বাংলাদেশের অন্যতম পাঁচটি মৌলিক অধিকারের একটি হলো চিকিৎসা তবে এই অন্যতম মৌলিক অধিকার চিকিৎসা আজ দুর্নীতি আর অবহেলার কালো মেঘে ঢেকে আছে তাই ১৮ কোটি জনগণের জীবন বাঁচাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যথাযথ সংস্করণ প্রয়োজন ও জনগণের অন্যতম ন্যায্য দাবি গুলো বাস্তবায়ন করা দরকার। এছড়া যুবরাজ খান বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিটি সমস্যা ও দুর্নীতির বিরুদ্ধে (নিচিচা) বছরের পর বছর কাজ করে যাচ্ছে এবং জনসাধারণের দাবী ও চিকিৎসাখাতে যে ত্রুটি গুলো তা জনস্বার্থে সরকারের নিকট তুলে ধরেছে এর মধ্যে অন্যতম সরকারি হাসপাতালে চিকিৎসক,নার্স,মেডিকেল টেকনোলজিস্ট ও প্যাথলজিস্ট নিয়োগ ও প্রতিটা বিভাগে একটি করে ক্যানসার,শিশু,পঙ্গু হাসপাতাল নির্মাণ সহ ঔষুধের প্রতিটি পাতায় মূল্য নির্ধারণ করা,প্রতিটা জনগণের স্বাস্থ্য বীমা নিশ্চিত করা,সরকারি হাসপাতালে দালাল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা,সরকারি হাসপাতালে প্রতিটি স্বাস্থ্য পরীক্ষার মেশিন সচল রাখা ও বেসরকারী হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার গুলোর জন্য টেস্ট ফি নির্ধারণ করে নীতিমালা ও আইন করা ,সরকারি ও বেসরকারি হাসপাতালের এম্বুলেন্স গুলোতে একজন (বিএমডিসি)মেডিকেল এসিসটেন্ট নিয়োগ করা,
ও চিকিৎসকদের সম্মানী/ফি নির্ধারণ করা যেন চিকিৎসা সেবা প্রতিটি মানুষের হাতের নাগালে থাকে এছড়া ও যুবরাজ খান বলেন, চিকিৎসাখাতে অতিরিক্তি অর্থ ও দুর্নীতির কবলে পরে পৃথিবী ছেড়ে আর কোনো পরিবারের সদস্যদের পরিবার ছেড়ে কবরে যেতে না হয়, তাই স্বাস্থোসেবার মান উন্নয়ণ করতে আগামী প্রজন্ম সহ দেশ ও জনগণের জীবনের স্বার্থে
অবিলম্বে এই অন্যতম দাবী গুলো বাস্তবায়ন করতে হবে এছাড়া যুবরাজ খান জানান নিরাপদ চিকিৎসা চাই(নি চি চা) স্বাস্থ্যখাত উন্নয়নে নবনিযুক্ত দায়িত্ব পাওয়া স্বাস্থ্য উপদেষ্টার সাথে জনগণের এই অন্যতম মৌলিক অধিকার বাস্তবায়নে সার্বিক সহযোগিতার মাধ্যমে কাজ করে যাবে।