এস এম জান্নাতুল নাঈম (উপকূল প্রতিনিধি) শ্যামনগর:
স্টুডেন্ট কেয়ার সোসাইটি একযুগ পূর্তী উপলক্ষ্যে উপকূলীয় অঞ্চলের কৃতি শিক্ষার্থীদের মেধাবিকাশে নানা উদ্যোগ হাতে নিয়েছে শিক্ষাবান্ধব এই সংগঠন টি।
বর্তমান সময়ে শিক্ষার আলোর বার্তা ও মেধা বিকাশিত হওয়া খুবই প্রয়োজন। উপকূলীয় অঞ্চলে লুকিয়েত রয়েছে মেধাবী কৃতি শিক্ষার্থীরা, তাদের একটু কদর করতে পারলেই তৈরি হবে হাজারো সম্ভবনার দূয়ার।
২০১২ সালে শ্যামনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরার খোলপেটুয়া গ্রামে কিছু সংখ্যক প্রাণচাঞ্চাল্য তরুণ জনগোষ্ঠী নিয়ে, উপকূলীয় অঞ্চলের শিক্ষা আলো ছড়াতে যাত্রা শুরু হয় স্টুডেন্ট কেয়ার সোসাইটির।
সংগঠনটি শুরু থেকে আজ অব্দী এক যুগ পেরিয়েছে। বর্তমানে সদস্য রয়েছে ৮৩ জন। সংগঠনের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সেমিনার, শিক্ষা সহায়তা, বৃত্তিপ্রদান, বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রতিযোগিতা ও সমাজিক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ মামুন বলেন এই সংগঠন প্রতিষ্ঠাতার প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখা এবং ভবিষ্যতে আমাদের কাজগুলো সমগ্র জেলা ব্যাপি প্রসারিত করা।
সংগঠনের এক যুগ পূর্তী উপলক্ষে বিভিন্ন উদ্যোগ হাতে গ্রহণ করেছেন। তারা ইতোমধ্যে অনলাইনে বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগীতা আয়োজন করেছেন।
পাশাপাশি শ্যামনগর উপজেলা ব্যাপি সকল ইউনিয়ন ভিত্তিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে কবিতা আবৃতি,সাধারন জ্ঞান, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক সংগীত বিষয়ে প্রতিযোগীতা আয়োজন করছেন, বিভিন্ন ইউনিয়নের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উদ্যোগগুলো বাস্তবায়ন করছেন ১নং ভুরুলিয়া ইউনিয়নে ভুরুলিয়া ইয়ুথ সোসাইটি, ২নং কাশিমাড়ি ইউনিয়নে মাহাব্বাহ এইড, শ্যামনগর সদর (পৌরসভা) শ্যামনগর ব্লাড ব্যাংক, ৪নং নূরনগর ইউনিয়নে মানিকখালি পশ্চিমপাড়া যুব সংঘ, ৫নং কৈখালী ইউনিয়নে দক্ষিণ কৈখালী একতা যুব সংঘ, ৬নং রমজাননগর ইউনিয়নে কোস্টাল ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে শরুব মুন্সিগঞ্জ ইউনিট, ৮নং ঈশ্বরীপুর ইউনিয়নে শরুব ইয়ুথ টিম, ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নে সুন্দরবন রক্তদান সংস্থা, ১০নং আটুলিয়া ইউনিয়নে উৎসর্গ সোসাইটি, ১১নং পদ্মপুকুর ইউনিয়নে ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটি, ১২ নং গাবুরা ইউনিয়নে সোশ্যাল ব্রাইট ফাউন্ডেশন।
সংগঠনটির একযুগ পূর্তি উপলক্ষে খোলপেটুয়া গ্রামে শিক্ষাক্ষেত্র অবদান রাখায় শিক্ষানুরাগী দের সম্মাননা প্রদান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, নাইট ক্রিকেট টূর্নামেন্ট আয়োজন সহ বর্নাঢ্য অনুষ্ঠানে একযুগ পূর্তী পালিত হবে।