জাহিনুর ইসলাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন এর হাট করমজা বাজারে সরকারি জায়গায় অবৈধ ভাবে ঘর তোলার অভিযোগ উঠেছে।মঙ্গলবার এবিষয়ে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই এলাকার ফারুক নামে এক ব্যাক্তি। তিনি ওই অভিযোগে উল্লেখ করেন, হাট করমজা এলাকার প্রভাবশালী আব্দুল হাই (ফটু) নামের একজনসহ কিছু ব্যাক্তিবর্গ কাউকে পরোয়া না করে সরকারি জায়গায় ইটের ঘর নির্মান করিতেছে।এতে জনগনের পূর্বে চলাচলের রাস্তা বন্ধ হওয়ার যেমন অসুবিধা সৃষ্টি হচ্ছে, তেমনি সরকারি সম্পত্তির বেদখল হয়ে যাচ্ছে বলে জানান ফারুক মিয়া,এবিষয়ে সরেজমিনে গিয়ে ঘর উঠানো ব্যাক্তিদ্বয়ের সাথে কথা বললে তারা জানান,আমরা সবার সাথে কথা বলে আমাদের কবলা কৃত জমির অংশ একপাশে ছেড়ে দিয়ে এপাশে সমপরিমাণ জায়গায় ঘর উঠাইতেছি।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বললে তিনি জানান,অভিযোগের প্রেক্ষিতে আমি তদন্ত করার জন্য সার্ভেয়ার কে দায়িত্ব দিয়েছি,রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।