জাহিনুর ইসলাম, বগুড়া থেকেঃ বগুড়া সোনাতলায় অভ্যন্তরী বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে উপজেলার খাদ্য গোডাউনে ধান, চাল সংগ্রহ অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন ও উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এবার উপজেলায় ধান চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয় ধান-৬৪৬ মেট্রিকটন ও চাল ২৭৯ মেট্রিকটন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুডাম কর্মকর্তা জালার উদ্দিন সর্দার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াসিয়া আক্তার রুনা, চাল কল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ পুটু প্রমূখ।
অন্যন্যর মাঝে উপস্থিত ছিলেন হরিখালি খাদ্য গোডাউন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ খন্দকার, সহকারী উপ-খাদ্য পরিদর্শক উম্মে হাবিবা, ধান চাল ডিলার সালাউদ্দিন পল্লব, মশিউর রহমান রানা, উপজেলা কৃষকলীগের সভাপতি নহিদ, সেচ্ছাসেবকলীগ নেতা শাহনেয়াজ তালুকদার বাবু সহ আরও অনেকে।