মোঃ শাহাজান,বিশেষ প্রতিনিধি,সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছে। জানা যায়, শুক্রবার (১৯ এপ্রিল) বাঘের আক্রমণে মৃত্যু যটে তবে মৃত্যুর ১ দিন হয়ে গেলে ও মৃত্যুর খবর আত্মীয়স্বজনদের কাছে পৌঁছায়নি। আজ ১৯ এপ্রিল শনিবার সকালে স্বজনদের মৌয়ালের মৃত্যুর খবর জানান সঙ্গে থাকা মৌয়ালরা। বাঘের আক্রমণে নিহত মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪০) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত. কাশেম গাজীর ছেলে।
নিহতের স্বজন আশিকুর রহমান জানান, বাচ্চু গাজী আমার দুলাভাই। সকালে খবর পেয়েছি বাঘের আক্রমণে তিনি নিহত হয়েছেন। মরদেহ নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন সঙ্গে থাকা মৌয়ালরা। মরদেহ বাসায় পৌঁছানোর পর মৌয়ালদের কাছ থেকে বাঘের আক্রমণের মর্মান্তিক বর্ণনা জানতে পারবো।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা ইকবাল হুসাইন চৌধুরী জানান, বাঘের আক্রমণে মৌয়াল নিহতের খবর শুনেছি তবে এখনও নিশ্চিত হতে পারিনি।