আব্দুল আলীম, নিজস্ব প্রতিনিধঃ
সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগার (বাঘ) মৃতদেহ উদ্ধার করেছে বনরক্ষীরা।
সোমবার (১২ই ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরনখোলা রেঞ্জের কচিখালী এলাকায় একটি খাল থেকে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার করা হয়।
বাঘটিকে বন বিভাগের কচিখালি স্টেশন কার্যালয়ে রাখা হয়। পরে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রানিসম্পদ বিভাগের একটি টিম ময়নাতদন্তের জন্য বাঘটিকে নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে খুলনার বন সংরক্ষক মিহির কুমার দে।
তিনি বলেন বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এজন্য প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, এছাড়া বাঘটি কিভাবে মারা গেল বাঘের বয়স সহ অন্যান্য বিষয়গুলো বন বিভাগ অনুসন্ধান করবে বলে জানান এই কর্মকর্তা।