মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সানন্দবাড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক সামছুল আলম তারেকের সঞ্চালনায়,
অনুষ্ঠানে সানন্দবাড়ী বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।
বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক দোজাহান আকন্দ,চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মান্নান কবিরাজ, ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শেখ মোস্তফা,
সাবেক সদস্য খলিলুর রহমান, সাবেক সদস্য নজরুল ইসলাম আকন্দ, সাবেক সদস্য আবুল হাশেম শিকদার,
বিশিষ্ট শিক্ষা অনুরাগী আব্দুস সালাম সিকদার, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য বাবুল আক্তার, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,
প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন,শিক্ষা জাতির মেরুদণ্ড, দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারেনা। উন্নত দেশগুলো শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আমাদের দেশের বর্তমান সরকারের সহযোগিতায় শিক্ষাব্যবস্থা অনেক এগিয়ে যাচ্ছে। সমাজে আলোকিত মানুষ তৈরিতে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। এছাড়াও বক্তারা ২৬ শে মার্চ এর গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
দেশের মেয়েরা আজ কোন ক্ষেত্রে পিছিয়ে নেই। ক্রীড়াক্ষেত্রেও তারা দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। সেজন্য শুধু লেখাপড়া নয় ছাত্র-ছাত্রীদের নিয়মিত সকল খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহবান জানান অতিথিবৃন্দ। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নিবিড় সম্পর্ক রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম আগামীতে নেতৃত্ব দিয়ে উন্নত দেশের সারিতে দাঁড় করাতে সক্ষম হবে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ্য সংস্কৃতি চর্চা করতে হবে। সুস্থ্য থাকার জন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। পরিশেষে বাল্যবিবাহ থেকে সকল শিক্ষার্থীদের দূরে থাকার আহবান জানান।
আলোচনা সভা শেষে দিন ব্যাপী শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,
অভিভাবকবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।