মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (১৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার এস এস সি ও সমমানের পরীক্ষা বাংলা প্রথম পত্র সুষ্ঠু সুশৃংখল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হযেছে।
এ কেন্দ্রে এ বছর ৮টি বিদ্যালয়ের মোট ৫৯৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে এর মধ্যে ছাত্র ৩৩৬ জন ও ২৬৫ ছাত্রী জন। অনুপস্থিত ছাত্র সংখ্যা ০১ জন ও ছাত্রী সংখ্যা ০৩ জন।
অপরদিকে সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ১৯৯জন, উপস্থিত ১৮৭ অনুপস্থিত ১২ জন।
সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
উপসহকারী প্রকৌশলী (এল জি ইডি) মো. খুরশিদ আলম। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জয়নুল আবেদীন।
অপরদিকে সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন, দেওয়ানগঞ্জ উপজেলা খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম।
কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ।
এ সময় পরিদর্শক দল পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।