সানন্দবাড়ীতে দুঃস্থ ,অসহায়, হতদরিদ্রের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ।
মোঃ মোস্তাইন বিল্লাহ,
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ২নং চরআমখাওয়া ইউনিয়নে দুঃস্থ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপলক্ষে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৩ এর অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিজিএফ এর কার্ড প্রতি, ১০কেজি করে চাউল বিতরণ করার জন্য আহ্বান জানান।
১৯ এপ্রিল (বুধবার) সকাল থেকে ইউনিয়ন পরিষদের খাদ্য গোদাম থেকে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বসবাসরত ও হতদরিদ্রের মাঝে এই চাউল তুলে দেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া।
ভিজিএফ এর চাউল বিতরণে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সভাপতি ফখরুল আলম, সাধারণ সম্পাদক ও রেজাউল করিম লাভলু,
ইউনিয়ন পরিষদ সচিব ফজলুল হক, ট্যাগ অফিসার আব্দুর রহমান নান্নু, ইউপি সদস্য রফিকুল ইসলাম, বাবুল আক্তার,মহিলা সংরক্ষিত আসনে সদস্য ও।
চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বক্তব্যে বলেন, এ ইউনিয়নের মোট ৭৫৯৪ জন হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ৯ টি ওয়ার্ডে বন্টন করা হবে, এবং এই চাউল দুঃস্থ অসহায়, হতদরিদ্র মানুষ ও
উপকার ভোগিদের মাঝে ১০কেজি হারে ঈদুল ফিতরে ভিজিএফ এর চাউল বিতরণ করা হবে বলে চেয়ারম্যান জানান।