সানন্দবাড়িতে যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
মোঃ মোস্তাইন বিল্লাহ,
স্টাফ রিপোর্টারঃ
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পশ্চিম পাড়া গ্রামের ছাত্র- যুব সমাজের পক্ষ থেকে ইফতার, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল ) উপজেলার সানন্দবাড়ী পশ্চিম পাড়া শাহী জামে মসজিদে এ অনুষ্ঠান হয়।
ইফতারের আগে হামদ, নাত, কোরআন তেলাওয়াত ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম, শাহী জামে মসজিদের সভাপতি শিক্ষক মোজাম্মেল হক, সহ-সভাপতি, শিক্ষক আবুল কাশেম,শিক্ষক মাজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, শহিদুর রহমান, সাজেদুল ইসলাম, হজরত আলী, আব্দুর রাজ্জাক প্রমূখ।
অনুষ্ঠান আয়োজক কমিটির আয়োজনে,
আবিদ হাসান, শফি আলম,মারুফ হাসান, বিশা আলম, আব্দুল কাদের,সোহানুর রহমান,
আতিকুর রহমান আতিকসহ এলাকায় দুইশতাধিক মুসল্লি অংশ নেন।