মোঃ তুহিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শোয়াইব আহমাদ। সোমবার দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন এবং প্রথম কার্যক্রম পরিচালনা করেন।
তিনি বাগেরহাট জেলার মোড়লগনঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের কৃত্তি সন্তান শোয়াইব আহমাদ ৩৫ তম বিসিএস এর মাধ্যমে ২০১৭ সালে সহকারী কমিশনার হিসেবে নওগাঁতে যোগদান করেন। ইতো পূর্বে তিনি আরডিসি হিসেবে খুলনাতে কর্মরত ছিলেন। এমসয় নতুন ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী ইউএনও শামীম ভুইয়া ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম। নতুন ইউএনও দায়িত্ব ভার গ্রহন মুহূর্তে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া কে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান কোহিনুর ইসলাম। উল্লেখ্য বিদায়ী ইউএনও শামীম ভুইয়া পদন্নতি পেয়ে মেহেরপুর এডিসি হয়েছেন।