সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট ইনস্টিটিউশন অব বাংলাদেশ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তুহিন হোসেন নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিষ্ট ইনস্টিটিউশন অব বাংলাদেশ উদ্যোগে কুরাইশী ফুড পার্ক এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে রমজান রোজ মঙ্গলবার আছরবাদ ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মেডিকেল টেকনোলজিষ্ট ইনস্টিটিউশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুর রহমান(সাতক্ষীরা) । সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিষ্ট ইনস্টিটিউশন অব বাংলাদেশ, সাতক্ষীরার মোঃ মিলন হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ মোঃ সবিজুর রহমান, সিভিল সার্জন – সাতক্ষীরা । বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ নাজমুস সাকীব -বায়োকেমিস্ট্রি বিভাগ,সাতক্ষীরা মেডিকেল কলেজ। সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শাহরিয়ার মামুন,প্যাথলজিষ্ট–সাতক্ষীরা মেডিকেল কলেজ-
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ কামরুজ্জামান রাসেল, সাধারন সম্পাদক – বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা। আ ম আকতারুজ্জামান মুকুল সিনিয়র সহ সভাপতি- বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা, রবীন্দ্রনাথ ঘোষ, সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট, সদর হাসপাতাল সাতক্ষীরা। এসময় আরও উপস্থিত ও সার্বিক সহযোগিতায় ছিলেন, মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ লুৎফর রহমান (মুন্না),পবিত্র মন্ডল, নরেশ মন্ডল,অংকুর বড়ুয়া,আশিক,তুষার,আব্দুল হান্নান (মনি),আবু হাসান সহ সাতক্ষীরা জেলার সকল সরকারি /বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবি মেডিকেল টেকনোলজিষ্ট বৃন্দরা। উক্ত অনুষ্ঠানে বক্তারা গঠনমূলক পরামর্শ প্রদান সহ মেডিকেল টেকনোলজিষ্টদেরকে সকল ভেদাভেদ ভুলে এক ছাতার নিচে এসে নিজেদের পেশার মান উন্নয়নে একতাবদ্ধ ভাবে কাজ করতে বলেন ও আহবান জানান এবং মেডিকেল টেকনোলজিষ্টদের সকল বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন । উক্ত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেডিকেল টেকনোলজিষ্ট হাফেজ মোঃ আলমগীর হোসেন।