জিএম মামুন নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরা জেলার মানবিক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসক্লাব- কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইম, রিপোর্টার এস.এম নাসির উদ্দীন ও তার সহধর্মিণী বাংলাদেশ যুব মহিলালীগ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আজমিরা সুলতানা পাখি।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সহিত সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎ কালে পুলিশ সুপারের অতীত কর্মকান্ড ও অসীম সাহসিকতার প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে সাতক্ষীরা জেলায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত হবে বলে জেলাবাসী আশা করে।
এসময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, কোনো ক্রমেই সাতক্ষীরা জেলায় কেউ নাশকতা সৃষ্টি করতে পারবে না। সাম্প্রদায়িক উস্কানি দাতারাও রেহাই পাবে না।