সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুরমুজখালী গ্রামে বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় এক গৃহবধূ শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আক্তারুজ্জামান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে বিবাদী মোঃ আরিফুল সরদার (৩৫) ও শরিফুল সরদার (৩০) সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আক্তারুজ্জামানের বাড়ির পশ্চিম পাশে প্রবেশ করে। তারা ঘেরাবেড়া ভেঙে নয়টি বড় গাছ কেটে নেয়।
এসময় বাড়িতে উপস্থিত ভুক্তভোগীর মা ফতেমা বেগম (৫৫) বাধা দিলে বিবাদীরা তাকে গালিগালাজ, ঠেলাধাক্কা ও টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলেও অস্ত্রের ভয় দেখিয়ে কেউ প্রতিবাদ করতে পারেনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে তারা কোনো সালিশ বা আইন মানে না, অভিযোগ করলেও ফল হবে না, উল্টো ভিটেবাড়ি দখলসহ খুনজখম করবে।
ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে স্থানীয় ফাতেমা খাতুন ও শফিকুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আক্তারুজ্জামান আইনগত সহায়তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।