মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার চারটি ইউপি নির্বাচনের চারটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন। এর মধ্যে জামানত হারাচ্ছেন আওয়ামী লীগের এক প্রার্থী। আওয়ামী লীগের তিন বিদ্রোহী ও কৃষক শ্রমিক জনতা লীগের বহিষ্কৃত এক নেতাসহ চারজন বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আজ সোমবার রাত নয়টায় এসব তথ্য পাওয়া গেছে।
বিজয়ীরা হলেন- হাতীবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাজাহান খান ৪ হাজার ৫৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত ও স্থানীয় সংসদ সদস্যের ভাগনে রনি আহমেদ পেয়েছেন ৩ হাজার ১৭৯ ভোট।
হতেয়া রাজাবাড়ী ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন খান ৩ হাজার ৮৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫৯০ ভোট।
কালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন ৭ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত দেলোয়ার হোসেন পেয়েছেন ৬ হাজার ৪৭৭ ভোট।
বড়চওনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আজহারুল ইসলাম ৪ হাজার ৫৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল হালিম সরকার ৪ হাজার ৪৮১ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আলী ভূঁইয়া যে ভোট পেয়েছেন, তাতে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।