আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ –২০২৩ এ উপজেলা ও জেলার পরে এবার বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করলেন শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান। ইতি পূর্বে তিনি আরও দুইবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান।
মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের মুল্যায়ন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ড.মুহাম্মদ আব্দুল মান্নান মহোদয়কে খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঘোষণা করেন।
২০১৫ সালের ২৮ জানুয়ারী তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। প্রধান শিক্ষক হিসাবে তার অভিজ্ঞতা নয় বছরের অধিক। প্রতিষ্ঠান ভাল ভাবে পরিচালনার জন্য প্রতিবছর একাডেমিক ক্যালেন্ডার তৈরী করেন। প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে তিনি বিদ্যালয়ের ক্যাম্পাস পরিস্কার পরিছন্ন, সবুজ বনায়ন, বিদ্যালয়ের অভ্যন্তরিণ রাস্তা, সাইকেল সেড, ফুলের বাগান, নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা, স্বাস্থ্য বিধি মেনে ওয়াশ রুম তৈরী, প্রাত্যহিক সমাবেশ, শিক্ষার্থীদের শরীরর্চ্চা করার বিষয়ে উৎসাহ প্রদান, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা সংযোজন, সিসি ক্যামেরা স্থাপন, দৃশ্যমান গেট, শহীদ মিনার স্থাপন, মাল্টিমিডিয়া কাস রুম তৈরী , ল্যাব স্থাপন, পাঠাগার উন্নয়ন, বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল উপজেলার শীর্ষে উন্নয়ন ঘটানো সহ অন্যান্য বিষয়ে উন্নয়ন সাধন করেছেন।