শ্রীপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল সভায় সভাপতিত্ব করেন ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, থানার অফিসার ইনচার্জের পক্ষে এসআই রাম প্রসাদ, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ ।
সভায় আসন্ন ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতি গুরুত্ব আরোপ করে বক্তাগণ বক্তব্য রাখেন । এছাড়াও বেপরোয়া মোটরসাইকেল চালানো, রোধ, ডিজে পার্টি, শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষমুখি করার প্রতি সজাগ থাকার প্রতি থানা প্রশাসনের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আহবান জানানো হয়।