শ্যামনগরে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানেউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজর প্রভাষক মিসেস জেরিন লিসা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান প্রমুখ । এই প্রকল্পের আওতায় ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক কর্মশালা, কম্পিউটার ও ইংরেজি শিক্ষক প্রশিক্ষণ, দলগত পদ্ধতিতে পাঠদান, ইংরেজি প্রশিক্ষণ, শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পভুক্ত হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন ও কাঁঠালবাড়িয়া এ,জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অস্ট্রেলিয়ার রোটারি ক্লাব অব হুইলার্স হিলের সৌজন্যে ২০জন শিক্ষার্থীকে ১৭৬,০০০টাকা বিশেষ বৃত্তি এবং বিকেএসপির একজন সুবিধাবঞ্চিত ছাত্রীকে পাসপোর্ট করার জন্য ১০,০০০ টাকা প্রদান করা হয়।