আব্দুল আলিম, শ্যামনগর সাতক্ষীরাঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন পালন করা হয়েছে।
বরিবার (৩ জুলাই) বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্র কমিটির সদস্য এসএম তারেক বীন হায়দার রাজন এর নির্দেশনায় শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাকির হোসেন, নকিপুর ক্রিকেট জায়ান্টের ভাইস চেয়ারম্যান এস এম ফেরদৌস হায়দার, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েছ, সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে সুজন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম, শ্যামনগর উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ, শ্যামনগর সদর ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান, কলেজ ছাত্রলীগ কর্মী ফয়সাল, ইমন, রহিম,আশিক প্রমুখ।