শ্যামনগরে ভাব-জ্যামোস শিক্ষাবৃত্তি প্রদান


আব্দুল আলিম,শ্যামনগরঃ
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে ও জ্যামোস এর আর্থিক সহযোগিতায় ভাব শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্পের আওতায়  সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীেদের শিক্ষা বৃত্তি  প্রদান করা হয়েছে।  মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর ) বেলা ১২ টায় শ্যামনগরে জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ভাব বাংলাদেশের কো- অর্ডিনেটর (প্রোগ্রাম এন্ড টিটিআই) মোঃ অহিদুজ্জামানের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। প্রধান অতিথি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ জন, কলেজের ৪ জন, বিশ্ববিদ্যালয়ের ৬ জন ও মেডিকেলের ৪ জন শিক্ষার্থী মোট ১৭ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লক্ষ ৫৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার বলেন, এসব সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং ওদের পাশে দাঁড়াতে হবে। ভাব বাংলাদেশ এসব সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এজন্য ভাব বাংলাদেশকে আমি মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’ এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক আব্দুল আলীম ও মাকসুদুর রহমান মিলন প্রমূখ।