আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ
‘‘শান্তির জন্য পানির ব্যবহার’’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলার মানিকখালী পশ্চিম পাড়া যুব সংঘ এর আয়োজনে এবং এস ডি আর আর প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় শ্যামনগর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পানি দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ( ২২মার্চ শুক্রবার ২০২৪) বিকাল ৩ টায় বিশ্ব পানি দিবস পালন উপলক্ষ্যে মানিকখালী পশ্চিম পাড়া যুব সংঘের চত্তর থেকে এক বর্ণাঢ্য র্্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানিকখালী পশ্চিম পাড়া যুব সংঘের হল রুমে আলোচনা সভায় অংশ নেয় । আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকখালী পশ্চিম পাড়া যুব সংঘের সভাপতি মোঃ জাহিদ আনোয়ার , সিনিয়র সহ-সভাপতি সুব্রত মন্ডল, সদস্য রিংকু রানী মন্ডল প্রমুখ। জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করা হয়। ১৯৯২ সালে ব্রাজিলের রিওতে এ প্রস্তাব গ্রহণ করা হয়। সেখানে পানিসম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং এরপর থেকে এ দিবস পালনের গুরুত্ব ক্রমে বৃদ্ধি পেতে থাকে। বক্তারা বলেন প্রত্যেকের পানি এবং পয়োনিষ্কাশনের অধিকার ও প্রয়োজনীয়তার ওপর জোর দাবি জানাতে হবে। সেই সাথে লবণ পানি নিয়ন্ত্রণ ও সুপেয় পানি নিশ্চিতের দাবি করেন। দিবস পালনের মধ্যদিয়ে নিরাপদ পানির সংকট তুলে ধরা হয় এবং দীর্ঘস্থায়ীভাবে নিরাপদ পানি সংরক্ষণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয়। আলোচনা সভা পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্পের (ডি আর আর) ফ্যাসিলিটেটর জগবন্ধু কয়াল। এসময় আরো উপস্থিত ছিলেন এলাকাবাসী ও অন্যান্য সদস্যবৃন্দ।