আব্দুল আলিম, শ্যামনগর:
শ্যামনগরে বিশাল মোটরসাইকেল শোডাউন ও ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করেন সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা।
এতে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, কেন্দ্রীয় কৃষক দল নেতা অ্যাড. আব্দুস সালাম, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশেক ইলাহী মুন্না, কেন্দ্রীয় যুবদল নেতা আমিনুর রহমান আমিন, শাহজাহান রনি ও কেন্দ্রীয় জাসাস নেতা আব্দুল্লাহ আল কাদির (টাইগার সোহেল)।
এসময় তারা দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দলীয় ঐক্যই পারে গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে।