শ্যামনগরে গলায় দড়ি দিয়ে কিশোরী আত্মহত্যা

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা শ্যামনগরে গলায় দড়ি দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। মৃত কিশোরী হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত সুরত আলী গাজী দ্বিতীয় কন্যা আছিয়া পারভিন (১৩)। ২রা জুন শুক্রবার সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে।মৃতের মা রোমেছা বেগম বলেন, ওর বাবা বেঁচে থাকতে মেয়ের মাথার সমস্যা ছিলো কিন্তু ওর বাবা মারা যাওয়ার পর থেকে মাথার সমস্যা বেড়ে যায়। এর আগে কয়েক বার গলায় দড়ি দিতে গিয়েছে কিন্তু আমি মেয়েকে চোখে চোখে রাখতাম। সকালে আমি নদীতে জাল ধরতে গিয়েছিলাম ফিরে এসে ডাকাডাকি করলে সে উত্তর দেয় না। পরে দেখি গলায় দড়িয় দিয়ে ঝুলে আছে।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা এখনো ঘটনা স্থলে আছে।