আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে একযোগে উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ৮ টি ইউনিয়নে মানববন্ধন হয়েছে।শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের বাস্তবায়নে ও বারসিকের সহযোগিতায় উপজেলার কৈখালী, রমজাননগর ,মুন্সিগঞ্জ,আটুলিয়া,বুড়িগোয়ালীনি, পদ্মপুকুর, গাবুরা, কাশিমাড়ি, ইউনিয়নের শতশত মানুষ টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাশ্যমে ক্ষয়ক্ষতির কমানোর দাবিতে ভাঙন কবলিত স্থানে দাঁড়িয়ে মানববন্ধন করেন।এসময় তারা বলেন উপজেলার গাবুরা ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।কিন্তু অচিরেই যেকোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসলে পাশ্বেমারী, হরিসখালী, ডুমুরিয়া,নেবুবুনিয়া এবং গাবুরা ইউনিয়নের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।মানববন্ধনে কৈখালী ইউনিয়নের জনসাধারণ বলেন
কৈখালী,পূর্ব কৈখালী,কাঠামারী,নিদয়া,নৈকাটি ও বৈশখালী স্থান সংলগ্ন স্থান ঝুকিপূর্ণ হলেও এসমস্ত স্থান সংষ্কারের কোন উদ্যোগ দেখা যাচ্ছেনা। এসময় উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী, গোলাখালীর বেঁড়িবাধ, পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী, ঝাপা,কামালকাটি,খুটিকাটা,চাউলখোলা,বন্যতলার বেড়িবাঁধ, কাশিমাড়ি ইউনিয়নের ঝাঁপালি, ঘোলা গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ, মুন্সিগঞ্চ ইউনিয়নের হরিনগর, বড় ভেটখাল, চুনকুড়ি, মীরগাং সংলগ্ন বেড়িবাঁধ,
বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি, দাতিনাখালী, চুনা
ও আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষীর ঝুঁকি পূর্ণ স্থান আশু সংস্কারের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর জোর দাবি জানান স্ব স্ব ইউনিয়নের জনগন।মানববন্ধন চলাকালীন সময়ে রমজাননগর ইউনিয়নে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, বিশিষ্ট সমাজসেবক ও সিডিও ইয়ুথ টিমের উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবির, সিডিও ইয়ুথ টিমের রমজাননগর ইউনিটের সাবেক সভাপতি সাংবাদিক নুরুন্নবী ইসলাম ইমন সহ এলাকাবাসী।কৈখালী ইউনিয়নে মানববন্ধনে উপস্থিত ছিলেন ডাঃ মোঃআব্দুর রশিদ ইউপি সদস্য ১নংওয়ার্ড,মোঃআব্দুল হামিদ গাজি, সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ ২নং ওয়ার্ড, মোঃ গোলাম রসুল সহকারি শিক্ষক কৈখালী এস আর মাধ্যঃ বিদ্যাঃ,সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য সচিব আনিসুর রহমান,আহবায়ক কমিটির সদস্য জগবন্ধু কয়াল, কৈখালী ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা আশ্রয়ন প্রকল্প সংলগ্ন স্থানে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঘোলা আশ্রয়ন প্রকল্পের সাবেক সভাপতিমোঃ আব্দুর রাজ্জাক,সদস্য মহিনুর ইসলাম, ফাতেমা বেগম সহ আরো অনেকে।এসময় আরো উপস্থিত ছিলেন সিডিও কাশিমাড়ী ইউনিটের সাধারণ সম্পাদক জি এম ইমরান হোসেন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, শাকিব, শাহলম, রাশেদ বিল্লাহ, রায়হান কবির, সহ আরো অনেকে।বুড়িগোয়ালীনি ইউনিয়নের মানববন্ধনে নাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালী বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির আহবায়ক ফজলুল হক, বুড়িগোয়ালীনি ইউনিটের সভাপতি আব্দুল করিম তুফান,সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল সহ সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ ও এলাকাবাসী। মুন্সিগঞ্জ ইউনিয়নের মানববন্ধনে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ মুন্সিগঞ্জ ইউনিটের সভাপতি প্রদীপ কুমার দ্বীপ, সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী। আটুলিয়া ইউনিয়নের মানববন্ধনে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আটুলিয়া ইউনিটের সাধারণ সম্পাদক শাকিল হোসেন সহ সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ ও এলাকাবাসী। পদ্মপুকুর ইউনিয়নের মানববন্ধনে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের সদস্য ময়না খাতুন,ইউনিটের সদস্যবৃন্দ এলাকাবাসী। গাবুরা ইউনিয়নের মানববন্ধনে উপস্থিত ছিলেন গাবুরা ইউপির ৬ নং ওয়ার্ডের সদস্য জি. এম নজরুল ইসলাম, স্থানীয় মুরুব্বি এম,এম মহাতাব উদ্দীন, হাফেজ মিজানুর রহমান,সিডিও ইয়ুথ টিমের সভাপতি কবিরুল ইসলাম, সদস্য আল মামুন, আব্দুর রহমান, আমিনুর রহমান, কবিরুল ইসলাম, ইমরান, লিটন গাজী, আবুল মোড়ল সহ এলাকাবাসী।