শ্যামনগরে উপজেলা পরিষদ মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 

 

আব্দুল আলিম,  শ্যামনগরঃ

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদ মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন, কালিগঞ্জ পাউখালী সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার সাজিদ, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান কবীর, উপজেলা জমায়াতে ইসলামী আমির মাওঃ আব্দুর রহমান, সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ জিয়াদ আলী প্রমুখ। সভায় শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।