শিক্ষার্থীদের হাত ধরেই বাস্তবায়িত হবে আগামীর সমৃদ্ধিশালী ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ
——এসএম জগলুল হায়দার এমপি
মোঃ ফরিদ উদ্দিন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ, পরিচালনা পর্ষদের সংবর্ধনা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় কলেজের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের হাত ধরেই বাস্তবায়িত হবে আগামীর সমৃদ্ধিশালী ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু’র সোনার বাংলায় তোমাদের হতে হবে কুটিলতামুক্ত, অসাম্প্রদায়িক আদর্শ নাগরিক।’ শিক্ষার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ খাঁন আব্দুল মজিদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপার মাওঃ শেখ শফিউল্লাহ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শেখ অহিদুর রহমান ছোট, আলহাজ্ব ছামসুর রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু ও সঞ্চালনায় ছিলেন কলেজের সহকারী অধ্যাপক জিএম অলিউর রহমান এবং সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস।