মির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সদস্য ও রুকুন সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (১৯ অক্টোবর) শহরের নওজোয়ান মাঠ,মুক্তির মোড়ে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমীরে জামায়াত ড.শফিকুল রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শাহাফদ্দিন। এ সময় আমিরে জামায়াত বক্তব্যে বলেন, ১৬বছর পর আজকে খোলা ময়দানে এভাবে কথা বলার সুযোগ পেয়েছি, দীর্ঘ ১৬ বছর মুক্ত মনে উন্মুক্ত পরিবেশে আসতে পারি নাই, সম্মেলন তো দূরের কথা আমাদের বাড়িতে থাকার সৌভাগ্য হয়নি এখানে ওখানে পালিয়ে বেড়াতে হয়েছে,আর এখন মন খুলে কথা বলতে পারছি বুক ভরে নিশ্বাস নিতে পারছি সেটি কেবলমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই আমাদের এই নতুন স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি বলেই আজকে আমরা স্বাধীন। এই আন্দোলন কোন দলের বিশেষ গুষ্টির ছিলনা এই আন্দোলন ছিল বাংলাদেশের ১৮ কোটি মানুষের এই জন্য আন্দোলনের কৃতিত্ব আমরা এবং কেউ যেন দাবি না করি। আমি সরকারের কাছে দাবি জানিয়েছি যারা আন্দোলনে যোগ দিয়ে শহীদ হয়েছে, তারা নিজেদের জন্য যুদ্ধ করে নাই দেশের জন্য যুদ্ধ করেছে,তাদের পরিবার থেকে অন্তত একজনকে সরকারি চাকরি দিতে হবে আর যারা হাত-পা চোখ হারিয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছে তাদের কেউ চাকরি দিতে হবে,যার যেই যোগ্যতা আছে সে অনুযায়ী। এদেরকে চাকরি দিলে দেশের জন্য জীবন দিবে তবুও দেশের সম্পদ বিক্রি করবে না, আর এরা কিন্তু চাকরির জন্য যুদ্ধ করে নাই আর যদি চাকরির জন্য যুদ্ধ করত তাহলে বুক পিঠ পেতে দিয়ে গুলি খেত না, এরা জাতির জন্য যুদ্ধ করেছে এরাও আমাদের বীর। এবং তাদেরকে পাঠ্যপুস্তকে আনতে হবে তাদের পরিবার কেউ আমাদের সম্মান জানাতে হবে।