শরুবের উদ্যোগে উপকূলীয় যুবদের মাঝে ভার্মি কম্পোস্ট সার তৈরি প্রশিক্ষণ প্রদান।
মোঃ ফরিদ উদ্দিন
বিশেষ প্রতিনিধি
শ্যামনগর উপজেলায় যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের উদ্যোগে উপকূলীয় যুবদের মাঝে ভার্মি কম্পোস্ট তৈরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্লবার ১৪ মার্চ , বিকাল ৪ ঘটিকায়, উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে শরুবের প্রধান কার্যালয়ে, যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের সহযোগীতায়, শ্যামনগর উপজেলার উপকূলবর্তী মুন্সিগন্জ, বুড়িগোয়ালীনি ও ঈশ্বরীপুর ইউনিয়নে ২৫ জন যুব ও যুবতী দের অংশগ্রহণে ভার্মি কম্পোস্ট সার তৈরি ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রশিক্ষণ দেন শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা জাহানারা পারভীন ডলি।
২ দিন ব্যাপি প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম
এতে প্রশিক্ষক জাহানারা ডলি হাতে কলমে ভার্মি কম্পোস্ট সার তৈরির কলা কৌশল প্রদর্শন করেন। এছাড়া শরুবের নির্বাহী পরিচালক বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট সার অন্যতম সহায়ক উপকরণ। নিজেরা ভার্মি কম্পোস্ট তৈরি ও ব্যবহার করে যেমন ক্ষতিকর রাসায়নিক সারের ব্যবহার থেকে দূরে থাকা যায়, তেমনি নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব।