লিজ নেওয়া জলমহাল দখলে পেয়ে স্বস্তি ফিরে পায় মৎস্যজিবি সমিতি

মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর জলমহাল দখলমুক্ত করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফ আলী।

বৃহস্পতিবার ৮ (ফেব্রুয়ারী) দুপুরে এ অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আলীর নেতৃত্বে সার্ভেয়ার আঃ রাজ্জাক, ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ডাংধরা উপ-সহকারী ভূমি কর্মকর্তা সোলায়মান আলী, সানন্দবাড়ী পিআইসির এস.আই ইশতিয়াক সহ পুলিশ টিম এবং ডাংধরা ইউপি সদস্য ও নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ।

জানা যায়, ১৯৯৫ সাল হতে জোয়ানী মৌজা এবং হারুয়াবাড়ী মৌজার মোট ২৪একর ২৩ শতাংশ জলমহাল ছিলো। মামলায় ২ একর ৯৬ শতাংশ রায় পায় একটি পক্ষ। এর প্রেক্ষিতে সমস্ত জলমহাল ভোগ দখলে রাখে।

মৎস্যজিবি সমিতির মাধ্যমে তিনথোপা বিল জলমহাল লিজ নেয়।
সহকারী কমিশনার ভূমি সার্ভেয়ারের মাধ্যমে মাপ জরিপ করে, ২একর ৯৬ শতাংশ জমি তাদের বুঝিয়ে দিয়ে বাকী জলমহাল দখলমুক্ত করে লাল পতাকা লাগিয়ে মৎস্যজিবি সমিতিকে দখল দিয়ে যায়।
লিজ নেওয়া জলমহাল দখলে পেয়ে সস্তি ফিরে পায় মৎস্যজিবি সমিতি। তবে, সবসময় সরকারের সহযোগিতা কামনা করেন তারা।
দীর্ঘদিন পর জলমহাল দখলমুক্ত করায় জনপ্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গ ও সচেতন মহল সরকারকে সাধুবাদ জানান।