লাইসেন্স বিহীন ডাম্পার গাড়ি চলাচল বন্ধের জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ ।
বিশেষ প্রতিনিধিঃ শ্যামনগরে লাইসেন্স বিহীন ডাম্পার গাড়ি চলাচল বন্ধের জন্য শ্যামনগর উপজেলা সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিগণ স্বাক্ষরিত পৃথক পৃথক দুইটি দরখাস্ত শ্যামনগর ইউএনও র মাধ্যমে জেলা প্রশাসক ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে জেলা পুলিশ সুপার বরাবর প্রদান করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মোটরযান অধ্যাদেশ এর ১৬(১) ধারা মোতাবেক রেজিস্টেশন বিহিন ডাম্পার শ্যামনগর উপজেলার সড়ক ও মহাসড়কে চলাচল বন্ধ ও জব্দ করার আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। দরখাস্তে আরো উল্লেখ করেছেন, শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে শত শত কিলোমিটার সড়ক রয়েছে। সম্পূর্ণ সরকারি অর্থে ইটের সলিং, কাপেটিং রাস্তা,এল জি ই ডি রাস্তা সহ বিভিন্ন সড়কে লাইসেন্স বিহীন ডাম্পার গাড়ি চলাচলের কারণে সরকারের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। এ ছাড়া ডাম্পার গাড়ি চলাচলের সময় মাটি পড়ে, একটু বর্ষা হলেই স্লিপিং রাস্তায় দুর্ঘটনা ঘটে । কয়েকটি মানুষ মারাও গেছে, সম্প্রতি কলারোয়ায় একজন পুলিশ সদস্য নিয়ত হয়েছিল। যার কারণে ডাম্পার গাড়ি সড়কে চলাচল বন্ধসহ নিরাপদ সড়ক নিশ্চিত করতে আবেদন জানানো হয়।