ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের সময় এই আনন্দ সকলের মাঝে বিলিয়ে দিতে গরিব অসহায় মানুষের মধ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকার জনপ্রতি ১০ কেজি চাউল বিতরন করে থাকে। এরই ধারাবাহিকতায় রূপসার ঘাটভোগ ইউনিয়নে চাউল বিতরন করা হয়। চাউল বিতরনে অনিয়মের অভিযোগ পেয়ে দৈনিক বাংলার দুত পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি মোল্লা জাহাঙ্গীর আলম অনুসন্ধানে বের হয়ে বিভিন্ন জায়গায় অনুসন্ধান শেষে গত ১৬ জুন রবিবার গোয়াড়া গ্রামের দিপু মন্ডলের বাড়ী গিয়ে ১৬ সেকেন্ডের একটি ভিডিও করে এবং সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়।
ভুক্তভুগীরা বলেন, চাউল বিতরনের যে অভিযোগ উঠেছে এটার কোন ভিত্তি নেই। আমাদের একই এলাকার নমিতা মন্ডল, সুদেবী মালাকার, সন্ধা ধর, চৌতালী মন্ডল, অঞ্জলী বালা, নিতি মন্ডল এই ৬ জন কে ইউনিয়ন পরিষদ থেকে ৬ টি চাউলের কার্ড দেওয়া হয়। আমরা চাউল আলাদা ভাবে মেপে না এনে এক সাথে বস্তা ধরে বাড়ী নিয়ে আসি। বিকালে ১০ কেজি হারে মেপে যার যার চাউল নিব। কিন্তু বিকালের আগেই সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম আমাদের বাড়ীতে এসে গালাগালি করে জোর পুর্বক ঘরের ভেতর প্রবেশ করে ভিডিও ধারন করে এবং ফেসবুকে ছেড়ে অপ্রচার করে। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আমাদের সন্মান ক্ষুন্ন হয় আমরা এর বিচার চাই।
পরে গোয়াড়া গ্রামের শেফালী গাইন স্বামী ধনজয় গাইন সাংবাদিক জাহাঙ্গীর এর নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।