আব্দুল আলিমঃনিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২০ জুলাই)বিকেল ৪ টায় রতনপুর ইউনাইটেড ক্লাব আয়োজিত রতনপুর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় জোর প্রতিদ্বন্দ্বিতা করে রতনপুর ইউনাইটেড ক্লাব এবং অপরদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করে সিটি সুপার শপ শ্যামনগর ।
উক্ত খেলায় ১১ নং রতনপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান এম আলীম আল রাজী (টোকন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও শ্যামনগর প্লেস ক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু ভবতোষ মন্ডল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার গোলাম সরোয়ার মুকুল , সাবেক ফুটবলার শহিদুল্লাহ মল্লিক , সাবেক ফুটবলার মারুফ হোসেন, সাবেক ফুটবলার জিয়াউর রহমান, সাবেক গোলকিপার হযরত আলী গাজী , ১০ নাম্বার ধলবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল হোসেন প্রমুখ ।
উক্ত খেলার শেষ অংশের দিকে পাঁচ মিনিট থাকতে শ্যামনগর সিটি সুপার শপ ১/০ গোলে জয়লাভ করে । গোলটি করেন সিটি সুপার শপের খেলোয়াড় সুজন। টানটান উত্তেজনায় এই খেলাটি সুন্দর এবং মনোরম পরিবেশে সকল দর্শক উপভোগ করতে পেরেই ধন্যবাদ জানাই রতনপুর ইউনাইটেড ক্লাবের সকল কমিটির সদস্যকে । খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু । সাজেদুর রহমান সাহিন। সোহাগ আহমেদ। সৈয়দ মমিনুর রহমান ।
ধারাভাষ্যকারে ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সহ-সভাপতি ইসমাইল হোসেন মিলন, জি এম সিরাজুল ইসলাম, আব্দুল্লাহ সিদ্দিক, কোষাধাক্য এম আর মোস্তাক, যুগ্মসাধারণ সম্পাদক শাজাহান সিরাজ।